১৭ জুলাই ২০২৫ ●
গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনার অংশ হিসেবে গৃহীত একটি চুক্তির আওতায় রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে। ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে অনুষ্ঠিত দুই দফা আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারে অগ্রগতি না হলেও, বন্দি বিনিময় ও নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধবন্দিদের চিকিৎসা ও পুনর্বাসন সমন্বয়কারী সরকারি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হস্তান্তরিত এক হাজার মরদেহ ইউক্রেনীয় নাগরিকদের, যাদের মধ্যে সেনা সদস্যও রয়েছে।
তবে ইউক্রেন আগেও অভিযোগ করেছে, রাশিয়া মাঝে মাঝে ইউক্রেনীয় বলে রুশ সেনাদের মরদেহ ফেরত দেয়, যা বিভ্রান্তিকর ও আপত্তিকর।
রাশিয়ার পক্ষে আলোচনাকারী এবং ক্রেমলিনের দপ্তরের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, এ চুক্তির আওতায় ইউক্রেনও রাশিয়াকে ১৯ জন রুশ সেনার মরদেহ ফিরিয়ে দিয়েছে। তিনি কিছু ছবি প্রকাশ করেছেন যেখানে সাদা সুরক্ষা পোশাক পরা কর্মীদের ফ্রিজিং ট্রাক থেকে মরদেহবাহী ব্যাগ নামাতে দেখা যায়।
যুদ্ধ চলাকালীন সময়ে বন্দি বিনিময় ও মরদেহ প্রত্যাবর্তন এখন একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে, যা দুই দেশের মধ্যকার কূটনৈতিক যোগাযোগে অন্যতম কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়া এখনো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছে। তিন বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান এখনো অনিশ্চিত।
ইস্তাম্বুলের আলোচনায় রাশিয়া কঠোর কয়েকটি শর্ত তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে— ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার কাছে হস্তান্তর, এবং পশ্চিমা সামরিক সহায়তা পাওয়ার সমস্ত প্রচেষ্টা বন্ধ করা।
কিয়েভ এই দাবিগুলোকে সরাসরি "গ্রহণযোগ্য নয়" বলে প্রত্যাখ্যান করেছে এবং প্রশ্ন তুলেছে: “যদি মস্কো একতরফা দাবি থেকে সরে না আসে, তবে ভবিষ্যতের আলোচনারই বা কী প্রয়োজন?”
0 মন্তব্যসমূহ