নিজস্ব প্রতিবেদক
নয়াদিল্লি ●
বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশি নাগরিকদের এখন যথেষ্ট পরিমাণে (substantial numbers) ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের আবেদন যাচাই করে নিয়মিতভাবে ভিসা প্রদান করছি। এর মধ্যে রয়েছে চিকিৎসা, জরুরি প্রয়োজনে যাতায়াত, ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাগত উদ্দেশ্য এবং অন্যান্য ক্ষেত্র।”
উল্লেখ্য, গত বছরের জুলাই-অগাস্ট মাস থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম একপ্রকার স্থগিত হয়ে পড়ে। এতে ভিসা পেতে না পেরে অনেক বাংলাদেশি নাগরিককে ভোগান্তিতে পড়তে হয়।
তবে সম্প্রতি এই ভিসা প্রক্রিয়া ধীরে ধীরে সচল হয়েছে বলে জানান জয়সওয়াল। তবে সাম্প্রতিক মাসগুলোতে ঠিক কতজন বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হয়েছে— এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই তথ্যটি আমাকে জেনে বলতে হবে।”
এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে ভারতীয় প্রতিক্রিয়া জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “এই অঞ্চলে যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনার প্রতি আমরা সতর্ক দৃষ্টি রাখি। পরিস্থিতি বিবেচনায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।”
এছাড়াও, এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। তাঁর ভাষায়, “২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে গতকাল (১৭ জুলাই) পর্যন্ত মোট ১,৫৬৩ জন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এদের অধিকাংশই বাণিজ্যিক বিমানের মাধ্যমে দেশে ফিরেছেন।”
0 মন্তব্যসমূহ