সরকারের কড়া প্রতিক্রিয়া, ‘অপারেশন সুলতানা’ ঘোষণা
কলম্বিয়ায় বৃহস্পতিবারের জোড়া গেরিলা হামলায় অন্তত ১৯ জন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ এই নিরাপত্তা সংকট মোকাবেলায় আগ্রাসী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ গ্রীষ্মমণ্ডলীয় শহর ক্যালিতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
ভয়াবহ হামলার বিবরণ
বৃহস্পতিবার বিকেলে ক্যালির ব্যস্ত রাস্তায় একটি ট্রাকবোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং ৬০ জন আহত হয়। একই দিনে শহরের উত্তরাঞ্চলে সামরিক বিমান চলাচল স্কুলের কাছে গাড়িতে রাখা সিলিন্ডার বোমার বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের সবাই বেসামরিক নাগরিক।
সরকারের প্রতিক্রিয়া
শুক্রবার বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী সানচেজ নতুন সামরিক অভিযান ‘অপারেশন সুলতানা’ ঘোষণার পাশাপাশি বলেন,
“সন্ত্রাসী হুমকিকে দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। ক্যালি এবং আশপাশের অঞ্চলকে যেকোনো হামলা থেকে সুরক্ষিত করা হবে।”
তিনি আরও জানান, অভিযান জোরদার করতে অতিরিক্ত প্রযুক্তি, নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হবে।
পরিস্থিতি আরও জটিল
এই জোড়া হামলার পর কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যকলাপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, শান্তিচুক্তির বছর পরও গেরিলা ও মাদকচক্রের সহিংস কার্যক্রম দেশটির নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলছে।
0 মন্তব্যসমূহ