ব্রাসিলিয়া, ১৮ জুলাই (এএফপি):
যুক্তরাষ্ট্রের ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া, বিচারক মোরায়েসের ওপর নিষেধাজ্ঞা
ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাসভবনে শুক্রবার অভিযান চালিয়েছে ফেডারেল পুলিশ। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় বিচারাধীন বলসোনারোর বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারকের আদেশে এই অভিযান পরিচালিত হয়। একই দিনে তার ওপর নতুন কিছু কঠোর বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও বলসোনারোর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধ’ বলে উল্লেখ করেন এবং এর জবাবে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন।
বলসোনারোর ছেলে ও কংগ্রেস সদস্য এডুয়ার্দো বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, “আজ সকালে ফেডারেল পুলিশ আমার বাবার বাড়িতে অভিযান চালিয়েছে।”
এডুয়ার্দো বলসোনারো অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট এখন রাজনৈতিক প্রতিপক্ষ দমন করার অস্ত্রে পরিণত হয়েছে।
বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েসের নির্দেশে বলসোনারোর বিরুদ্ধে রাতে ঘর ত্যাগে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং পায়ে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস পরিধানের নির্দেশ জারি করা হয়।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভার বিজয় বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে। বিচারক মোরায়েসের ভাষায়, বলসোনারো ও তার ছেলে ব্রাজিল রাষ্ট্রের বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ তৎপরতায়’ যুক্ত ছিলেন।
এডুয়ার্দো এক খোলা চিঠিতে লেখেন, “বিচারক মোরায়েস বহু আগেই নিরপেক্ষতা হারিয়েছেন। এখন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন সরকারকে দোষী প্রমাণের চেষ্টা করছেন। তাতে ব্যর্থ হয়ে আমার বাবাকে টার্গেট করছেন।”
এদিকে, মার্কিন সিনেটর মার্কো রুবিও বিচারক মোরায়েসের বিরুদ্ধে ‘রাজনৈতিক হয়রানির’ অভিযোগ তুলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে বিচারক মোরায়েস ও তার সমর্থক বিচারকদের পরিবারের সদস্যদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংবাদদাতা: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশনা: ব্রাজিল বাংলা টিভি
প্রকাশকাল: শনিবার, ২০ জুলাই ২০২৫
0 মন্তব্যসমূহ