বোয়েসেলের মাধ্যমে ১০০ জন নিয়োগ
কুয়েত সরকারিভাবে বাংলাদেশ থেকে ১০০ জন নার্স নিয়োগ দিতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
সম্প্রতি বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, ইংরেজি ভাষায় দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৯ বছর হতে হবে।
পদ ও বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএসসি নার্স (পুরুষ) ২০ জন, বিএসসি নার্স (নারী) ৩০ জন, ডিপ্লোমা নার্স (পুরুষ) ১০ জন এবং ডিপ্লোমা নার্স (নারী) ৪০ জন নিয়োগ দেওয়া হবে।
নির্বাচিত নার্সরা মাসিক ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ বেতন পাবেন। প্রাথমিকভাবে তিন মাসের শিক্ষানবিশকাল শেষে তাদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে ইনক্রিমেন্টসহ নবায়নের সুযোগ থাকবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে: https://brms.boesl.gov.bd।
আবেদন করার সময় ইংরেজিতে লেখা জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, নার্সিং রেজিস্ট্রেশন ও বৈধ পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইলে তৈরি করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বৈধ Basic Life Support (BLS) প্রশিক্ষণ সনদ থাকতে হবে।
খরচ ও ফি
নির্বাচিতদের বোয়েসেলে সার্ভিস চার্জ বাবদ ৫৬ হাজার ৩৫০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা, কুয়েত দূতাবাসে ভিসা স্ট্যাম্পিংসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রার্থীকেই বহন করতে হবে। আবেদন ফি বাবদ আরও ১০০ টাকা পরিশোধ করতে হবে।
বিশেষ নির্দেশনা
যে প্রার্থী ভিসা ইস্যুর পর কুয়েত যেতে অস্বীকৃতি জানাবেন, তার জমাকৃত পে-অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ