ভারতসহ সদস্য দেশগুলোর ওপর ১০% শুল্ক আরোপের হুমকি
ব্রিকস জোটকে ‘ছোট কিন্তু অহংকারী জোট’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে খুব দ্রুতই ভেঙে পড়বে ব্রিকস।”
সম্প্রতি হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ব্রিকস নামের ছোট একটা জোট আছে, যেটা খুব দ্রুতই ভেঙে যাওয়ার পথে। তাদের সভায়, বলতে গেলে কেউই আসেনা। এই জোট মার্কিন শুল্কারোপকে ভয় পাচ্ছে।”
‘আমেরিকাবিরোধী’ নানা পদক্ষেপের কারণে ব্রিকস জোটের সমালোচনায় সরব হন তিনি। একইসঙ্গে ভারতসহ জোটভুক্ত দেশগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি সরকারের ডিজিটাল মুদ্রার অনুমোদন কখনোই দেওয়া হবে না। এই বিষয়ে অবস্থান পরিষ্কার।”
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য কেবলমাত্র বাণিজ্যনীতি নয়, বরং বিশ্বব্যাপী উদীয়মান বিকল্প জোটগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের বিরূপ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, ব্রিকস জোটে বর্তমানে সদস্য দেশ হিসেবে রয়েছে—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইরানসহ কয়েকটি নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় জোটটি আরও সক্রিয় ও বিস্তৃত হওয়ার পথে রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদদাতা: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশনা: ব্রাজিল বাংলা টিভি
প্রকাশকাল: রবিবার, ২০ জুলাই ২০২৫
0 মন্তব্যসমূহ