Header Ads Widget

Responsive Advertisement

গাজা নিয়ে সমালোচনার জেরে জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞায় দুঃখ প্রকাশ মানবাধিকার পরিষদ সভাপতির



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:  গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করায় জাতিসংঘের এক বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতি।

জেনেভা থেকে এএফপির খবরে জানানো হয়, পরিষদের সভাপতি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ইউর্গ লাউবার বলেন, ‘ফ্রানচেসকা আলবানিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় আমি গভীর দুঃখ প্রকাশ করছি।’

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পদক্ষেপ নেওয়ার চেষ্টা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।

পরবর্তী এক বিবৃতিতে রুবিও অভিযোগ করেন, আলবানিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছেন। তিনি আরও দাবি করেন, ‘আলবানিজ ইহুদি বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছেন। যারা আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে, তাদের সহ্য করা হবে না।’

তবে নিষেধাজ্ঞার প্রকৃতি বা বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে গত মাসে আইসিসির চার বিচারকের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে ওই বিচারকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং সেখানে তাদের সম্পদ জব্দ করা হয়।

ইতালীয় বংশোদ্ভূত ফ্রানচেসকা আলবানিজ জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিয়োগপ্রাপ্ত হলেও জাতিসংঘের পক্ষ থেকে কথা বলেন না। তবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কিছু কোম্পানির নাম উল্লেখ করে বলেন, তারা দখল, বর্ণবাদ ও গণহত্যার অর্থনীতিতে লাভবান হচ্ছে।

ইসরায়েল এ প্রতিবেদনকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে। কয়েকটি অভিযুক্ত কোম্পানিও আপত্তি তোলে। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি ড্যানি ড্যানন অভিযোগ করেন, ‘আলবানিজ জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন। তিনি ভুয়া অভিযোগ আর অবৈধ আইনি পদক্ষেপ উসকে দিচ্ছেন।’

মানবাধিকার পরিষদের সভাপতি ইউর্গ লাউবার আরও বলেন, ‘বিশেষ প্রতিবেদনকারীরা বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষায় পরিষদের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানাই, তারা যেন প্রতিবেদনকারীদের সঙ্গে সহযোগিতা করে এবং কোনো ভয়ভীতি বা প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ