Header Ads Widget

Responsive Advertisement

ব্রাজিলের পণ্যে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের, বলসোনারোর বিচার বন্ধের দাবি



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:  ওয়াশিংটন ও ব্রাসিলিয়া, ১১ জুলাই ২০২৫:

ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া বন্ধের দাবিও জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ব্রাজিলের বর্তমান সরকার মুক্ত নির্বাচনের ওপর আঘাত হানছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাকস্বাধীনতা দমনে সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা জরুরি।

এর জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। ট্রাম্প শুল্ক আরোপ করলে ব্রাজিলও পাল্টা ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

এর আগেও বলসোনারোর বিচার নিয়ে দুই নেতার বাকবিতণ্ডা হয়। ট্রাম্প বলসোনারোর বিচারকে ‘আন্তর্জাতিক কলঙ্ক’ বলে অভিহিত করেন এবং এটিকে রাজনৈতিক প্রতিহিংসা দাবি করেন। পাল্টা লুলা জানান, বিচার প্রক্রিয়া ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয় এবং এতে হস্তক্ষেপের সুযোগ নেই।

এছাড়া, বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আমদানি করা তামার ওপর আগামী ১ আগস্ট থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এই সপ্তাহে বিশ্বের ২২টি দেশের জন্য এমন শুল্ক আরোপের ঘোষণা পাঠিয়েছেন ট্রাম্প। এতে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশ রয়েছে। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্র-ব্রাজিল বাণিজ্যে গত বছর ব্রাজিলের তুলনায় যুক্তরাষ্ট্র বেশি আয় করেছে।


#Trump #Lula #Bolsonaro #BrazilUSA #TradeWar #শুল্কসংবাদ #ব্রাজিল_নিউজ #যুক্তরাষ্ট্র_নিউজ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ