Header Ads Widget

Responsive Advertisement

সিরিয়ার সুয়াইদা প্রদেশে সহিংসতা বেড়ে ভয়াবহ রূপ নিয়েছে



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:
দামেস্ক, ১৯ জুলাই (এএফপি):

দ্রুজ সংখ্যালঘুদের ঘাঁটিতে নিহত ৯৪০, যুদ্ধবিরতিতে সিরিয়া ও ইসরায়েল

 দ্রুজ সংখ্যালঘুদের ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়াইদা প্রদেশে সাম্প্রতিক সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ জনে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৮২ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাহিনী বেআইনিভাবে হত্যা করেছে বলে দাবি করা হয়।

এছাড়া নিহতদের তালিকায় আরও রয়েছেন ৩১২ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২১ জন সুন্নি বেদুইন, যাদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিককে দ্রুজ যোদ্ধারা বেআইনিভাবে হত্যা করেছে বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সিরিয়ার চলমান গৃহযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে সুয়াইদার এই রক্তক্ষয়ী সংঘর্ষ। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পর অবশেষে শনিবার সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

পর্যবেক্ষণ সংস্থার আরও তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় সরকারপন্থি বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে।

এই সংঘাত নতুন করে সিরিয়ার বিভিন্ন জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ও মানবিক সহায়তার দাবি জানানো হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে।


সংবাদদাতা: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশনা: ব্রাজিল বাংলা টিভি
প্রকাশকাল: রবিবার, ২০ জুলাই ২০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ