মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ভ্লাদিমির কাজবেকভ। বৈঠকে তিনি জানান, সম্প্রসারিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্পে ৩২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে এনডিবি। দেশের উন্নয়ন চাহিদার পরিপ্রেক্ষিতে এ অর্থায়ন তিনগুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টা এনডিবির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এনডিবি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।” তিনি সামাজিক অবকাঠামো, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলের কর্মীদের জন্য আবাসন সুবিধা উন্নয়নে ব্যাংকটির সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
এনডিবি বাংলাদেশে গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নেও বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঋণ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
ভ্লাদিমির কাজবেকভ জানান, “ব্যাংকটি এখন বহু-মুদ্রাভিত্তিক ঋণ সুবিধা চালু করেছে, যা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থায়ন নিশ্চিত করতে এনডিবির উচিত একটি দেশভিত্তিক কৌশল কর্মসূচি চালু করা।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী।
0 মন্তব্যসমূহ