ব্রাজিলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (MMA) মারিনা সিলভা ভিয়েতনামের রাজধানী হানয়ে এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, অর্থনীতি ও পরিবেশ একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
"বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়গুলোকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জের সঙ্গে সঠিকভাবে সামঞ্জস্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে সমন্বয় না করলে শুধু আমাদের দুই দেশের মধ্যেই নয়, বিশ্বব্যাপীও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা কঠিন হবে, কারণ প্রাকৃতিক সম্পদই আমাদের উন্নয়নের মূলভিত্তি," তিনি বলেন।
রবিবার (৩০ তারিখ) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মারিনা সিলভা জোর দিয়ে বলেন, "আমি সবসময় বলে থাকি যে অর্থনীতি ও পরিবেশ একই সমীকরণের অংশ।"
এছাড়া, তিনি পরিবেশ মন্ত্রণালয়ের (MMA) মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক আর্থিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন, যা পরিবেশগত টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে সহায়তা করবে।
0 মন্তব্যসমূহ