Header Ads Widget

Responsive Advertisement

"এসবে আমাকে জড়াবেন না" – ব্রাজিলের নতুন কোচ নির্বাচন নিয়ে মুখ খুললেন নেইমার।



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:

দরিভাল জুনিয়র ছাঁটাই হওয়ার পর ব্রাজিল এখন নতুন কোচের সন্ধানে। সম্ভাব্য কোচ হিসেবে বেশ কয়েকটি নাম সামনে এসেছে। কার্লো আনচেলত্তি দৌড়ে এগিয়ে থাকলেও, লড়াইয়ে আছেন হোর্হে জেসুস ও ফিলিপে লুইসও।

যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ধারণা করা হচ্ছে এই তিনজনের মধ্য থেকেই কেউ একজন ব্রাজিলের ডাগআউটের দায়িত্ব নেবেন। সম্প্রতি ব্রাজিলের নতুন কোচ নিয়ে নেইমারের মতামত জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নেইমার আনচেলত্তির অধীনে কখনো খেলেননি, তবে জেসুসের অধীনে খেলেছেন আল হিলালে। সে সময়টা নেইমারের ভালো কাটেনি, এমনকি দুজনের মধ্যে কথার লড়াইও হয়। জেসুস যখন নেইমারকে সৌদি লিগে নিবন্ধিত না করে বলেছিলেন, “আমরা যে মানের ফুটবল খেলছি, নেইমার সেই জায়গায় নেই”, তখন নেইমার ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, “আমি রাগান্বিত হয়েছিলাম, যখন তিনি বলেছিলেন, দলের বাকিদের মতো আমি একই অবস্থায় নেই”।

এখন সেই জেসুসকেই ব্রাজিলের কোচ হিসেবে আনার পরিকল্পনা চলছে। এ নিয়ে নেইমারের প্রতিক্রিয়া জানতে চাইলে এক পডকাস্টে তিনি স্পষ্টভাবে বলেন, “এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এসবের মধ্যে জড়াবেন না। আমি এখন বাইরে।”

তবে নতুন কোচ যেই হোন না কেন, নেইমারের জন্য তাকে বিশেষ পরিকল্পনা করতেই হবে। যদি নেইমার ফিট থেকে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন, তবে তিনি যে কোচের কৌশলের অন্যতম কেন্দ্রবিন্দু হবেন, তা নিশ্চিত। তবে ধারাবাহিক চোটের কারণে তিনি বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকতে পারবেন কি না, সেই প্রশ্নও থেকেই যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ