Header Ads Widget

Responsive Advertisement

লাটাম শেয়ারের উত্থান: ইতাউ বলছে আরও বাড়তে পারে



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:ব্রাজিলের শীর্ষস্থানীয় ব্যাংক ইতাউ ইউনিবাঙ্কো জানিয়েছে, লাতিন আমেরিকার বৃহত্তম বিমান পরিবহন সংস্থা লাটাম এয়ারলাইনস (LATAM Airlines) গত এক বছরে শেয়ারমূল্যে প্রায় ৭০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে তাদের বিশ্লেষণে বলা হয়েছে, এখানেই শেষ নয়—শেয়ারটির আরও উত্থানের জায়গা রয়েছে।

Brazil Journal–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইতাউ লাটামের শেয়ারকে “কিনুন (Buy)” সুপারিশ করেছে এবং নতুন টার্গেট মূল্য ৫৯ ডলার নির্ধারণ করেছে। বর্তমানে শেয়ারটির দাম প্রায় ৪৩–৪৪ ডলার। অর্থাৎ, সামনে আরও প্রায় ৩০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ইতাউয়ের বিশ্লেষণে বলা হয়েছে, দেউলিয়া পুনর্গঠন প্রক্রিয়া (Chapter 11) শেষ করার পর লাটাম এখন অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। ভ্রমণ চাহিদা বৃদ্ধি, জ্বালানি-দক্ষ নতুন বিমান সংযোজন এবং খরচ নিয়ন্ত্রণের কারণে তাদের আয় ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া কোম্পানিটি সম্প্রতি ২৪টি Embraer E195-E2 বিমান কেনার ঘোষণা দিয়েছে, যা জ্বালানি খরচ কমাবে। একই সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারের শেয়ার পুনঃক্রয় কর্মসূচি শেয়ারহোল্ডারদের জন্য আস্থা ও স্থিতিশীলতা তৈরি করেছে। ভবিষ্যতে লাভের ৬০ শতাংশ পর্যন্ত ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

ইতাউ বলছে, লাটামের বাজারমূল্য এখনো প্রকৃত সম্ভাবনার তুলনায় কম। তাদের মতে, অনুকূল প্রতিযোগিতামূলক পরিবেশ, আন্তর্জাতিক সূচকগুলিতে অন্তর্ভুক্তি (MSCI ও FTSE) এবং ইউরোপ–আমেরিকান বাজারে যাত্রী প্রবৃদ্ধি শেয়ারটিকে আরও উঁচুতে নিয়ে যেতে পারে।

তবে ঝুঁকির কথাও উল্লেখ করেছে ব্যাংকটি। জ্বালানির দাম বাড়া, বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা কিংবা বৈদেশিক মুদ্রার ওঠানামা লাটামের প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।

সংক্ষেপে, ইতাউয়ের মূল্যায়নে লাটাম এক বছরের মধ্যেই ৭০ শতাংশ বাড়লেও—“উড়ানের উচ্চতা এখনও বাকি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ