Header Ads Widget

Responsive Advertisement

যুক্তরাষ্ট্রের আশ্রয়প্রার্থীদের আশ্রয় দিতে সম্মত বেলিজ সরকার



আন্তর্জাতিক ডেস্ক | ব্রাজিল বাংলা টিভি | ২১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে মধ্য আমেরিকার দেশ বেলিজ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও বেলিজ সরকারের মধ্যে “Agreement for Cooperation Regarding the Examination of Protection Requests” নামে এক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক মানুষকে বেলিজে স্থানান্তর করা যাবে। বেলিজ সরকার জানিয়েছে, এটি একটি “Safe Third Country Agreement”, অর্থাৎ আশ্রয়প্রার্থীদের পরীক্ষা-নিরীক্ষা ও সুরক্ষা ব্যবস্থার জন্য বেলিজকে “তৃতীয় নিরাপদ দেশ” হিসেবে বিবেচনা করা হবে।

বেলিজ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই চুক্তি সম্পূর্ণভাবে বেলিজের সার্বভৌম সিদ্ধান্তের ভিত্তিতে কার্যকর হবে। কোন দেশের নাগরিক, কতজন আশ্রয়প্রার্থী, কোন শর্তে গ্রহণ করা হবে—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেলিজ সরকার নিজেই।

বেলিজের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন,

“আমরা মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ, তবে বেলিজের নিরাপত্তা ও সক্ষমতা রক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে।”

চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর, এবং যেকোনো পক্ষ লিখিত নোটিশের মাধ্যমে তা স্থগিত বা বাতিল করতে পারবে।

তবে চুক্তিটি এখনও কার্যকর হয়নি। বেলিজের সংসদ (সেনেট) অনুমোদন এবং কার্যকরী কাঠামো প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো আশ্রয়প্রার্থী স্থানান্তর শুরু হবে না।

আল জাজিরা ও সান পেদ্রো সানসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বেলিজ সরকার আশ্রয়প্রার্থীদের গ্রহণে “নিরাপত্তা যাচাই, মানবাধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা”র ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের চুক্তিকে বিতর্কিত বলে উল্লেখ করেছে। তাদের মতে, বেলিজের প্রশাসনিক ও সামাজিক কাঠামো আশ্রয়প্রার্থীদের বড় সংখ্যায় গ্রহণের উপযুক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-বেলিজ এই চুক্তি মার্কিন প্রশাসনের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি কার্যকর হলে মধ্য আমেরিকার অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের আশ্রয়প্রার্থীদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।


সূত্র: Belize Press Office, Al Jazeera, The San Pedro Sun, MFA Belize

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ