ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টা করতে গিয়ে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন কথিত এক বাংলাদেশি নাগরিক। ইমিগ্রেশন চেকিংয়ের সময় ধরা পড়েন তিনি।
সূত্র জানায়, অভিযুক্তের কাছে দুটি পাসপোর্ট পাওয়া যায়—একটি বাংলাদেশের, অন্যটি ভারতের। বাংলাদেশের পাসপোর্টে তার নাম সৌমিক বড়ুয়া, আর ভারতীয় পাসপোর্টে উল্লেখ রয়েছে পরেশ রায় নাম। নামের অমিল দেখে সন্দেহ হলে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় ধরা পড়ে, তিনি ভুয়া ভারতীয় পাসপোর্টে জার্মানি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সঠিক জবাব দিতে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ (শুক্রবার) তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।
পূর্বেও ধরা পড়েছে অনুরূপ ঘটনা
এ ধরনের ঘটনা নতুন নয়। সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে ভুয়া পাসপোর্ট ব্যবহারকারী একাধিক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। কয়েকদিন আগে ব্যাংককগামী এক বাংলাদেশি যুবক ধরা পড়েন। এর আগে ২৮ জুলাই ভিয়েতনাম যাওয়ার ছক কষতে গিয়ে গ্রেপ্তার হন দুই বাংলাদেশি—চয়ন বড়ুয়া ও বাবলা বড়ুয়া।
তারা ২০১৭–১৮ সালে পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রে চলে যান। সেখানে নাম পরিবর্তন করে নথি জালিয়াতির মাধ্যমে ভারতীয় পাসপোর্ট তৈরি করে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিল তারা।
নজরদারি জোরদারের দাবি
বিমানবন্দর নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া পাসপোর্ট চক্রের সক্রিয়তা রুখতে ইমিগ্রেশন নজরদারি আরও কঠোর করা জরুরি। একই সঙ্গে পাসপোর্ট যাচাই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
0 মন্তব্যসমূহ