Header Ads Widget

Responsive Advertisement

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার যোগ দিলেন দায়িত্বে



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:ঢাকা, ৮ আগস্ট ২০২৫ | কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছেছেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমরান হায়দারকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ও হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা।

পূর্ববর্তী হাইকমিশনারের হঠাৎ প্রস্থান
গত ১১ মে পাকিস্তানের তৎকালীন হাইকমিশনার সৈয়দ মারুফ হঠাৎ করে ঢাকা ত্যাগ করেন। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার প্রস্থানের বিষয়টি জানায়, তবে ফেরার সময় জানানো হয়নি। পরবর্তীতে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন। কিন্তু এক মাসেরও বেশি সময় কেটে গেলেও মারুফ আর ঢাকায় ফেরেননি।

ইমরান হায়দারের কূটনৈতিক ক্যারিয়ার
নতুন হাইকমিশনার ইমরান হায়দার সর্বশেষ মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন (মার্চ ২০২৪ থেকে)। এর আগে ২০১৯–২০২৩ মেয়াদে তিনি তাজিকিস্তানে রাষ্ট্রদূত ছিলেন। ২০১৬–২০১৯ পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া মাদ্রিদ, দিল্লি, সংযুক্ত আরব আমিরাত ও জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৬ সালে তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এবং প্রায় তিন দশকের কূটনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


বিশ্লেষকদের মতে, ইমরান হায়দারের দায়িত্ব গ্রহণ এমন এক সময়ে হচ্ছে, যখন ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক ধীরে ধীরে কূটনৈতিক উষ্ণতায় ফিরছে, তবে এখনো কিছু ঐতিহাসিক ও রাজনৈতিক সংবেদনশীলতা রয়ে গেছে। নতুন হাইকমিশনারের ভূমিকা দুই দেশের মধ্যে সংলাপ ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ