বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু— প্রায় ২১ হাজার গান গেয়ে যিনি ভারতীয় সংগীতজগতে এক অনন্য রেকর্ড গড়েছেন। একদিনে ২৮টি গান রেকর্ড করে তিনি জায়গা করে নিয়েছিলেন বিশ্বরেকর্ড বুকে। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছেন অসংখ্য শ্রোতা, ভক্তরা তাকে একসময় হৃদয়ের মানুষ ভেবে ভালোবেসেছেন। শুধু ভক্তরাই নন, একাধিক বলিউড অভিনেত্রীও তার প্রেমে পড়েছিলেন।
তেমনই একজন অভিনেত্রী কুনিকা সদানন্দ। নব্বইয়ের দশকে কুমার শানু ও কুনিকার প্রেমের গুঞ্জন বলিউডে ব্যাপক সাড়া ফেলে। অনেক সময় তাদের সম্পর্ককে ঘিরে শিরোনামে এসেছে সংবাদমাধ্যমও।
ছেলের খোলামেলা মন্তব্য
সম্প্রতি অভিনেত্রী কুনিকার ছেলে আয়ান এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে খোলাখুলি মত দেন। রেডিও জকি সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি সেই সম্পর্কের অনেক পরে জন্মেছি। শানুকে কখনো সামনাসামনি দেখিনি। তবে মা এখনও তার শিল্পীসত্তাকে শ্রদ্ধা করেন। আসলে এটা প্রেম নয়, বরং শিল্পের প্রতি এক গভীর সম্মান। কিন্তু সম্পর্কটা ছিল বিষাক্ত— খুবই, খুবই বিষাক্ত।”
আয়ান আরও বলেন, তার মা কখনো আবেগে অন্ধ হননি। বরং আত্মসম্মান বজায় রেখেই তিনি সেই সম্পর্ককে দেখেছিলেন। তিনি জানান, গুগলে কুমার শানুর নাম খুঁজলে মা তাকে বলেন, “তিনি আমার জীবনে একসময় খুব গুরুত্বপূর্ণ ছিলেন। আমি তাকে আত্মার সঙ্গী মনে করতাম। জীবনে অন্তত একবার সবারই এমন ভালোবাসা হওয়া উচিত। কিন্তু সেটি আমাদের জন্য যন্ত্রণাদায়ক ছিল।”
কুনিকার ব্যাখ্যা
অভিনেত্রী কুনিকা আগেই জানিয়েছিলেন, শানুর সঙ্গে তার প্রেম ছিল গোপন। কারণ তিনি শানুর বৈবাহিক অবস্থাকে সম্মান জানাতেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
আয়ান সাক্ষাৎকারে বলেন, “যতই যন্ত্রণাদায়ক হোক, সম্পর্কটি আমাদের জীবনে গভীর ছাপ রেখে গেছে। আমরা ধীরে ধীরে সেই ছায়া থেকে বেরিয়ে আসছি।”

0 মন্তব্যসমূহ