Header Ads Widget

Responsive Advertisement

অবৈধ ভারতীয়দের আশ্রয় দেবে দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা।



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:
অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ভারতীয় অভিবাসীদের শনাক্ত করে ফেরত পাঠাচ্ছে। এরই মধ্যে কয়েক দফায় সামরিক বিমানে অনেককে দেশে পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় অভিবাসীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভয়েস অব আমেরিকা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়দের কোস্টারিকা আশ্রয় দেবে। মধ্যপ্রাচ্য ও ভারতের ২০০ অভিবাসী দেশটিতে যাচ্ছেন।

এর আগে পানামা ও গুয়াতেমালাও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। কোস্টারিকার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে, তাদের সাময়িকভাবে দেশটিতে জায়গা দেওয়া হবে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, বুধবার আমেরিকার একটি যাত্রীবাহী বিমান মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ভারত থেকে অভিবাসীদের নিয়ে কোস্টারিকায় পৌঁছাবে। দেশটি তাদের স্বাগত জানাবে এবং পরে নিজ নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার আগত অভিবাসীদের জন্য পানামা সীমান্তের কাছে একটি অস্থায়ী অভিবাসী ক্যাম্প তৈরি করা হয়েছে। এর ব্যয় বহন করবে ইন্টারন্যাশনাল অপারেশন ফর মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ