মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসসহ বিভিন্ন রাজ্যে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সীমান্তবর্তী প্রতিবেশী দেশ কলম্বিয়ার কয়েকটি এলাকাতেও ভবন খালি করে লোকজন রাস্তায় নেমে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
অন্যদিকে ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ বলেন, একই দিনে দেশটিতে দুটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে বারিনাস রাজ্যে ৩ দশমিক ৯ মাত্রার একটি এবং জুলিয়া রাজ্যে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে রয়েছে। ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ সক্রিয় ভূমিকম্প অঞ্চলে বসবাস করেন। গত শতকে উত্তরাঞ্চলে পাঁচটি বড় ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ২০১৮ সালের ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে ৪০০ জনের বেশি প্রাণ হারান।
.png)
0 মন্তব্যসমূহ