ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ঘোষণা করেছেন, দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মার্কোসুর এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্পূর্ণ প্রস্তুত।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রাসিলিয়ায় ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা ক্যালাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভিয়েরা বলেন, “চুক্তির পাঠ্য ইউরোপীয় কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে পৌঁছানো একটি বড় অগ্রগতি। বিশ্ব বাণিজ্য ব্যবস্থার নানা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই অংশীদারিত্ব আরও জরুরি হয়ে উঠেছে।”
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আসছে ডিসেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিতব্য মার্কোসুর শীর্ষ সম্মেলনেই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। তার ভাষায়, “আলোচনা শেষ হয়েছে, এখন আমরা শুধু স্বাক্ষরের অপেক্ষায়।”
সম্পর্কের নতুন মাত্রা
ভিয়েরা জানান, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথ গ্রহণের পর ক্যালাসের এ সফর দুই অঞ্চলের সম্পর্কের গভীরতার প্রতীক। তিনি বলেন, “ব্রাসিলিয়া ও ব্রাসেলসের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার এবং বহুপাক্ষিকতার মতো অভিন্ন মূল্যবোধ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।”
এছাড়া, ২০১৪ সালের পর থেকে স্থগিত থাকা ব্রাজিল–ইইউ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। ভিয়েরা আশা প্রকাশ করেন, সম্মেলনটি এ বছরই অথবা আগামী বছরের প্রথম প্রান্তিকে অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রকে কটাক্ষ
জাতিসংঘ সাধারণ পরিষদ উপলক্ষে ব্রাজিলীয় প্রতিনিধিদলের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত বিধিনিষেধের কড়া সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এ পদক্ষেপকে “অযৌক্তিক, অন্যায্য ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন।
বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহাকে নিউইয়র্কে অবাধ চলাচলের অনুমতি না দেওয়াকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে মন্তব্য করেন ভিয়েরা। তিনি জানান, এ ঘটনা জাতিসংঘ মহাসচিব ও সাধারণ পরিষদের সভাপতিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
.png)
0 মন্তব্যসমূহ