Header Ads Widget

Responsive Advertisement

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত পশ্চিম আফ্রিকানদের গ্রহণ করছে ঘানা



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:আক্রা, ১১ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত পশ্চিম আফ্রিকার নাগরিকদের গ্রহণ করতে সম্মত হয়েছে ঘানা। দেশটির প্রেসিডেন্ট জন মাহামা বুধবার এ ঘোষণা দেন।

রাজধানী আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় অননুমোদিত অভিবাসীদের বিভিন্ন দেশে নির্বাসিত করা হচ্ছে। এর মধ্যে অনেককে এমন দেশেও পাঠানো হয়েছে, যেখানে তারা আগে কখনো বসবাস করেনি। এমনকি শত শত মানুষকে এল সালভাদরের কুখ্যাত এক কারাগারেও পাঠানো হয়েছিল।

ঘানার অবস্থান

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মাহামা বলেন,

“যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত তৃতীয় কোনো দেশের নাগরিকদের গ্রহণের বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমরা জানিয়েছি, পশ্চিম আফ্রিকার নাগরিকদের আমরা গ্রহণ করবো।”

তিনি আরও জানান, প্রথম দফায় ১৪ জন পশ্চিম আফ্রিকান ঘানায় পৌঁছেছে। তাদের মধ্যে কয়েকজন নাইজেরিয়ান নিজ দেশে ফিরে গেছেন। তবে কবে তারা ফিরেছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

প্রেক্ষাপট

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কড়াকড়ির ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক আফ্রিকান নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশগুলো এ নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করলেও ঘানার এই পদক্ষেপকে অনেকেই ‘মানবিক উদ্যোগ’ হিসেবে দেখছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ