ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কেন্দ্রস্থলে পরিকল্পিত বোমা হামলা প্রতিহত করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও শাসক দলের প্রভাবশালী নেতা দিয়োসদাদো কাবেলো এ তথ্য নিশ্চিত করেন।
কাবেলো জানান, শহরের বাণিজ্যিক কেন্দ্র প্লাজা ভেনেজুয়েলা এলাকা থেকে পুলিশ তিন কেজি ডাইনামাইটভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়, যিনি ওই বোমা স্থাপন করে গণহত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। তদন্তে জানা গেছে, হামলার বিনিময়ে তিনি ২০ হাজার ডলার পেয়েছিলেন।
মন্ত্রী আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে অতিরিক্ত ১২ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ স্টেশন, বিনোদনকেন্দ্র ও গ্যাস স্টেশনে সহিংসতা ছড়ানোরও অভিযোগ রয়েছে।
বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোকেই হামলার পরিকল্পনার জন্য দায়ী করে কাবেলো বলেন, “নির্বাচনে বা বিপ্লবের মাধ্যমে তারা প্রেসিডেন্টকে সরাতে ব্যর্থ হয়েছে, তাই সহিংসতার পথ বেছে নিয়েছে।”
সরকারি তথ্যমতে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার প্রায়ই বিরোধীদের বিরুদ্ধে উৎখাত ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলে। মন্ত্রী সংবাদ সম্মেলনে একটি অপরাধী নেটওয়ার্কের চার্ট প্রদর্শন করেন, যেখানে বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (বর্তমানে আত্মগোপনে), বিরোধী নেতা হুয়ান পাবলো গুয়ানিপা এবং যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যায়। উল্লেখ্য, গুয়ানিপাকে গত মে মাসে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে মাদুরো-বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
0 মন্তব্যসমূহ