Header Ads Widget

Responsive Advertisement

চিলিতে কলো-কোলো বনাম ব্রাজিলের ফরতালেজা ম্যাচের আগে দুই সমর্থকের মৃত্যু, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক: সান্তিয়াগো, চিলি — চিলির রাজধানী সান্তিয়াগোর মাকুল এলাকার মনুমেন্টাল স্টেডিয়ামের বাইরে এক মর্মান্তিক ঘটনায় দুই কলো-কলো সমর্থকের মৃত্যু হয়েছে। কোপা লিবার্তাদোরেসে চিলির ক্লাব কলো-কলো এবং ব্রাজিলের ক্লাব ফরতালেজার মধ্যকার ম্যাচ শুরুর আগে ঘটে যাওয়া এ ঘটনায় দেশটির এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

চিলির নিরাপত্তামন্ত্রী লুইস করদেরো শনিবার জানান, নিহত দুই সমর্থকের বয়স ছিল যথাক্রমে ১৮ ও ১৩ বছর। তারা স্টেডিয়ামের বাইরে অতিরিক্ত ভিড়ের মধ্যে একটি লোহার বেড়ার নিচে আটকে পড়ে এবং তখনই একটি পুলিশ বাহিনীর টিয়ার গ্যাস নিক্ষেপকারী সাঁজোয়া যান ওই বেড়ার ওপর দিয়ে চলে গেলে তারা মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মন্ত্রী করদেরো বলেন, “এই ঘটনা দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং স্টেডিয়ামের আশপাশে থাকা নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

ঘটনার জেরে ম্যাচটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। আয়োজক কর্তৃপক্ষ ম্যাচটি পুনরায় শুরু করার প্রস্তাব দিলেও, নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, “বর্তমানে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ম্যাচটি পুনরায় শুরুর কোনো পরিকল্পনা নেই।”

ঘটনার পর নিরাপত্তা খাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেডিয়াম নিরাপত্তা বিভাগের প্রধান পামেলা ভেনেগাস তার পদ থেকে পদত্যাগ করেন, যা মন্ত্রী করদেরোর সঙ্গে আলোচনার পর সঙ্গে সঙ্গে গ্রহণ করা হয়।

এদিকে, ঘটনার জন্য চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কোলোর ওপরও শাস্তিমূলক ব্যবস্থা আসতে পারে বলে জানা গেছে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ক্লাবটির বিরুদ্ধে আর্থিক জরিমানা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার পর্যন্ত বিভিন্ন শাস্তির কথা বিবেচনা করছে।

এই ঘটনার ফলে চিলির ফুটবল নিরাপত্তা ব্যবস্থার ওপর আবারও প্রশ্ন উঠেছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ