সম্প্রতি এক বিবৃতিতে তিতে জানান, "একজন মানুষ হিসেবে আমি দুর্বল হতে পারি, তা বুঝতে শিখেছি। আর সেই দুর্বলতাকে স্বীকার করাই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।"
গত আগস্টে হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিতে। এরপর সম্প্রতি একটি বিমানে ওঠার আগে তিনি তীব্র উদ্বেগজনিত আক্রমণের সম্মুখীন হন, যার পরপরই বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিতে বলেন, "আমি কোচিং ভালোবাসি, তবে পরিবারের সঙ্গে কথা বলে এবং শরীরের বিভিন্ন সংকেত বুঝে নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
গত বছর সেপ্টেম্বর মাসে ফ্ল্যামেঙ্গো ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পর তিতে আর কোনো ক্লাবের দায়িত্বে ছিলেন না। তবে সাম্প্রতিক সময়ে করিন্থিয়ান্সে তার ফেরার গুঞ্জন ছিল। করিন্থিয়ান্সের হয়েই তিনি ২০১২ সালে কোপা লিবার্তাদোরেস ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন।
এই প্রসঙ্গে তিতে আরও বলেন, "করিন্থিয়ান্সের সঙ্গে আলোচনা চলছিল, তবে এখন সেটি বন্ধ রাখতে হবে। সিদ্ধান্তটি কঠিন, কিন্তু প্রয়োজনীয়।"
তিতে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত। করিন্থিয়ান্স ছাড়াও তিনি গ্রেমিও, পালমেইরাস ও আতলেতিকো মিনেইরোর মতো ক্লাবে কোচিং করিয়েছেন। ২০১৯ সালে তার কোচিংয়ে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জেতে। এছাড়া, তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।
0 মন্তব্যসমূহ