Header Ads Widget

Responsive Advertisement

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ জন নিহত, অধিকাংশই নারী ও শিশু



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক: গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, রোববার (২০ এপ্রিল) ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

উল্লেখ্য, ইসরায়েল ১৮ মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৫ মাস ধরে চলা যুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করে। এরপর থেকেই উপকূলীয় এই অঞ্চলে আকাশপথ ও ভূমি—দু'মাধ্যমেই হামলা জোরদার করা হয়েছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, "আজ ভোর থেকে দখলদারদের বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।"

পরে এক পৃথক বিবৃতিতে জানানো হয়, পূর্ব রাফায় একদল বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত মাসে ইসরায়েল তাদের আক্রমণ পুনরায় শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১,৮২৭ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, চলমান যুদ্ধে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫১,২০১ জনে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে গণ্য করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ