Header Ads Widget

Responsive Advertisement

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে আজ রাতে রওনা হবেন প্রেসিডেন্ট লুলা, সঙ্গে থাকছেন বিশিষ্ট প্রতিনিধি দল



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক: ব্রাসিলিয়া, ২৪ এপ্রিল — ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আজ রাতে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। তাঁর সঙ্গে যাচ্ছেন প্রায় ২০ জন বিশিষ্ট ব্যক্তির একটি সরকারি প্রতিনিধি দল, যাদের মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনেটর এবং রাষ্ট্রীয় উপদেষ্টা।

ব্রাসিলিয়া থেকে ইতালির উদ্দেশে উড়োজাহাজটি ছেড়ে যাবে রাত ১০টায়। প্রতিনিধি দলে রয়েছেন ন্যায়বিচার ও জননিরাপত্তা মন্ত্রী রিকার্দো লেভানডোভস্কি, কৃষি ও পারিবারিক কৃষি উন্নয়নমন্ত্রী পাওলো তেইশেইরা এবং মানবাধিকার ও নাগরিকত্ব মন্ত্রী মাকায়ে এভারিস্তো। এ ছাড়া রয়েছেন সাবেক মন্ত্রী জিলবেরতো কারভালিও, যিনি লুলার কারাবন্দি অবস্থায় পোপ ফ্রান্সিসের সঙ্গে তার প্রথম যোগাযোগ স্থাপনে মুখ্য ভূমিকা পালন করেন।

সপ্তাহজুড়ে প্রেসিডেন্ট লুলার আহ্বানে সাড়া দিয়ে যাঁরা যোগ দিচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন সুপ্রিম ফেডারেল কোর্টের সভাপতি লুইজ রোবেরতো বারোসো, চেম্বার অব ডেপুটিজের সভাপতি হুগো মোত্তা এবং সিনেটের সভাপতি দাবি আলকোলুমব্রে।

প্রতিনিধি দলে ধর্মীয় প্রতিনিধিত্বও রয়েছে। কংগ্রেসের ক্যাথলিক সংসদীয় ফ্রন্টের সভাপতি ডেপুটি লুইজ গাস্তাও ছাড়াও আরও কয়েকজন ক্যাথলিক সংসদ সদস্য রয়েছেন দলে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন:

  • লুইজ রোবেরতো বারোসো – সুপ্রিম ফেডারেল কোর্টের সভাপতি

  • মাউরো ভিয়েইরা – পররাষ্ট্রমন্ত্রী

  • রিকার্দো লেভানডোভস্কি – ন্যায়বিচার ও জননিরাপত্তা মন্ত্রী

  • পাওলো তেইশেইরা – কৃষি ও পারিবারিক কৃষি উন্নয়নমন্ত্রী

  • মাকায়ে এভারিস্তো – মানবাধিকার ও নাগরিকত্ব মন্ত্রী

  • দাবি আলকোলুমব্রে – সিনেট ও কংগ্রেসের সভাপতি

  • হুগো মোত্তা – চেম্বার অব ডেপুটিজের সভাপতি

  • সিনেটর রেনান কালহেইরোস

  • সিনেটর লেইলা বারোস

  • সিনেটর সোরায়া থ্রনিকি

  • ডেপুটি লুইজ তিবে

  • ডেপুটি ওদাইর কুনহা

  • ডেপুটি ফাদার জোয়াও

  • ডেপুটি রেইমন্ত

  • ডেপুটি লুইজ গাস্তাও

  • ডেপুটি দাগোবার্তো নোগেইরা

  • ডেপুটি প্রফেসর গোরেথ

  • সেলসো আমোরিম – রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা


এ সফরের মাধ্যমে পোপ ফ্রান্সিসের প্রতি ব্রাজিল সরকারের গভীর শ্রদ্ধা ও আন্তরিকতা প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ