Header Ads Widget

Responsive Advertisement

মেসিদের বিপক্ষে ভয়ডরহীন ফুটবল খেলতে চায় কানাডা




ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেই খেলতে হচ্ছে কানাডাকে। সেটাও আবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসির দলের বিপক্ষে খেলা বলেই কানাডা কোচ জেসি মার্শ জানেন ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে। যেকারনেই শিষ্যদের মনোবল না হারিয়ে মেসিদের বিপক্ষে ভয়ডরহীন ফুটবল খেলার অভয় দিয়েছেন তিনি।
শুক্রবার ভোর ছয়টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে লিওনেল মেসিকে কীভাবে আটকাবেন সেই পরিকল্পনার কথাই বারবার বললেন মার্শ। এমন ম্যাচে মেসি যে বড় প্রভাবক হয়ে দাঁড়াবেন তা ভালোই জানা আছে এই কোচের।
আর্জেন্টিনা অধিনায়কের প্রভাব যতটা কমানো যায় সেটা নিয়ে ভাবছেন মার্শ,'একটি সংগঠিত ও সুশৃঙ্খল দল খুব গুরুত্বপূর্ণ।
এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। একটি আগ্রাসী দল যাদের খেলোয়াড়রা নির্ভয়, একটা দল যারা বলকে তাড়া করবে। মেসির ক্ষেত্রে চ‍্যালেঞ্জ কেবল তার উঁচু মানই নয়, ম‍্যাচে তার সেই সব মুভও। সে সব সময় কেবল একটা জায়গাতেই দেখা দেবে না।
মেসিকে নিয়ে মার্শ আরও বলেছেন,'যখনই সে বল পায়, যেভাবে কম্বিনেশন গড়ে তুলে, আত্মবিশ্বাস যোগায়, স্থিতিশীলতা আনে এবং উঁচু মান দেখায় এটা অনন্য, তাই নয় কী? আর এগুলোই তাকে সর্বকালের সেরা করে তুলেছে।
খেলোয়াড়ি জীবনে মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে মার্শের। কিছুদিন আগেই কানাডার এই দলের দায়িত্ব নিয়েছেন ৫০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই কোচ। মার্শ বলেছেন,'মেসির বিপক্ষে আমি খেলেছি। তার বিপক্ষ দলকে কয়েকবার কোচিং করিয়েছি।
তার বিপক্ষে কিছু সাফল্যও আছে। কিন্তু সবসময় সে পার্থক্য গড়ে দিয়েছে। তাঁর মান অনেক উঁচুতে। তাই সে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ